জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় গোলাম মোহাম্মদ কাদের

করোনা ভাইরাসের প্রতিরোধে বিশ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি বলেন, এ উপহারের ফলে আগামী দিনে বন্ধু প্রতীম ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

শনিবার (২৪ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় ভারত সরকারের পাশাপাশি সেই দেশের জনসাধারণকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান জিএম কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মহামারিকালে ভারত সরকারের এ উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ খুবই খুশি হয়েছে।

করোনার ছোবলে বিশ্বব্যাপী যখন ভয়ার্ত পরিবেশ তখন ভারত সরকারের এ উপহার প্রমাণ করে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম এবং অনুপম বলেও উল্লেখ করেন জিএম কাদের।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ভারত সরকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছে বাংলাদেশেকে। এছাড়া বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ৩ কোটি ডোজ টিকা ক্রয় করেছে। যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা স্বাস্থ্য মন্ত্রণালয়।

এএইচআর/এসএম