কল্যাণ পার্টি আয়োজিত আলোচনা সভা

কুমিল্লার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

শনিবার জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। 

খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দুরা এবং অন্যান্য ধর্মের লোকেরা নির্ভয় নিজেদের ধর্ম পালন করতে পারে। এখানে কোন সময় কোন বাধা তৈরি করা হয়নি।     

তিনি বলেন, কুমিল্লায় ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি করছি। কেননা তারা সম্প্রীতি নষ্ট করে এ ঘটনাকে একটি রাজনৈতিক রূপ দিতে চায়। বিষয়টি বাংলাদেশের জন্য, ভবিষ্যতের জন্য একটি খারাপ দিক বহন করে। সরকার আন্তরিক হলে কুমিল্লার ঘটনায় জড়িতদের বের করা যাবে।     

সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে দাবি করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, সমালোচনা করলে সরকার সেটাকে সংশোধন করতে পারে। সেজন্য সারা বিশ্বে পার্লামেন্টে সরকারি দলের সঙ্গে একটি শক্তিশালী বিরোধী দল থাকে। এখানে সরকারি দলের সমালোচনা করায় বিরোধী দলের লোকেরা মামলায় জর্জরিত। আলেম সমাজ, সাংবাদিকরা আজ সত্য কথা বলার জন্য মামলায় পড়ছেন। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীমসহ আরও অনেকে।

এমএইচএন/আরএইচ