হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসাপাতালে যান। এ সময় মির্জা ফখরুল চিকিৎসার খোজঁ-খবর নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের একটি সূত্র জানায়, শনিবার কর্মীসভার প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চট্টগ্রামে গিয়েছিলেন মির্জা ফখরুল। সেখানে থেকে ফেরার পথে রাত ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান। আধাঘণ্টার বেশি সময় তিনি হাসপাতালে থাকেন। চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। সর্বশেষ গত ১৩ অক্টোবর খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার স্বাস্থ্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, খালেদা জিয়ার থেমে-থেমে জ্বর আসার কথা জানিয়েছিল তার পরিবার। এছাড়া খাবারের রুচি একদমই নেই বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার এক ব্যক্তিগত চিকিৎসক বলেছিলেন, ধীরে ধীরে জ্বর কমলেও তিনি অন্যান্য অনেক রোগে আক্রান্ত। এজন্য তার বেশকিছু পরীক্ষা করানো হয়েছে। কিছু পরীক্ষার রিপোর্ট হাতেও পেয়েছি। সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় নিলে দেশে নয়, এখন তার বিদেশে চিকিৎসা প্রয়োজন। একসঙ্গে অনেকগুলো রোগের চিকিৎসার জন্য যে ধরনের আধুনিক মেডিকেল সেন্টার দরকার, আমাদের সেটা নেই।

গত ১২ অক্টোবর শরীরে জ্বর আসার কারণে ও আগের চিকিৎসার অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন থেকে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।

এএইচআর/ওএ