জাতীয় সংসদের সংরক্ষিত ৪৫ নম্বর আসনের সদস্য হিসেবে শপথ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের।

সোমবার (১ নভেম্বর) বিকেল ৪টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে। শেরীফা কাদের নিজেই ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (রোববার) বিকেল সংসদ সচিবালয় থেকে চিঠি দিয়ে আজকে শপথ নেওয়ার বিষয়টি জানানো হয়েছে। এর আগে করোনাভাইরাসের পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছিল। তার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর আজকে শপথের জন্য চিঠি দেওয়া হয়। 

তিনি আরও বলেন, আজ বিকেল ৪টায় সংসদ সদস্যদের শপথ নেওয়ার কক্ষে আমাকে শপথ পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়। আর এ শূন্য আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার স্ত্রী শেরীফা কাদেরকে মনোনয়ন দেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শেরীফা কাদের জাতীয় পার্টির সাংস্কৃতিক উইং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি।

এএইচআর/এসএম