চট্টগ্রাম সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ /ছবি- ঢাকা পোস্ট
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে এ আশঙ্কার কথা জানান তিনি।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, চট্টগ্রামের নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করছেন, সেখানে ফেয়ার নির্বাচন হবে কিনা এ নিয়ে। চট্টগ্রামে ৬৯ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কেন তাদের গ্রেপ্তার করা হলো? কই, আওয়ামী লীগের কাউকে তো গ্রেপ্তার করা হয়নি।’
বিজ্ঞাপন
চট্টগ্রামে এক হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে তো মামলা দেওয়া হয়নি। তাই ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার মতো ক্রীতদাস আর কোথাও খুঁজে পাওয়া যাবে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সিইসি নাকি আমলা ও ডিসি ছিলেন। ক্রীতদাসরাও তো মাঝে মাঝে মালিকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বিদ্রোহ করেন। কিন্তু তার মতো ক্রীতদাস আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।’
বিজ্ঞাপন
বর্তমান সিইসি সুষ্ঠু নির্বাচন নয় লুটপাটে ব্যস্ত বলে দাবি করে রিজভী বলেন, ‘তার সুষ্ঠু ভোটের দরকার নেই। কিছু লোককে প্রশিক্ষণ দেবে এজন্য তার টাকা বরাদ্দ দরকার। ইভিএম মেশিন একটা জালিয়াতির মেশিন। সেই মেশিন কিনতে হবে, এজন্য তার টাকা দরকার। আর সেই টাকা লোপাট করবেন তিনি ও তার কমিশনে অন্যান্য যারা আছেন তারা। এই লুটপাট নিয়েই ব্যস্ত তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যস্ত নন।’
বর্তমান সরকার যতদিন থাকবে ততদিন নির্বাচন সুষ্ঠু হবে না উল্লেখ করে রিজভী বলেন, নির্বাচন কমিশন তো ফালতু কমিশন। সরকারের চাকর-বাকর দিয়ে নির্বাচন হবে না, শেখ হাসিনার পতন করতে হবে। আর এই পতনের প্রেরণা হবে বাপ্পিরা। কারণ ওদের জীবন দিয়ে ওরা গণতন্ত্রের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছে। সেই পতাকাকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।’
খালেদা জিয়াকে বন্দি দাবি করে রিজভী আরও বলেন- ‘কেন, কী অপরাধ তিনি বন্দি। তিনি তো পদ্মাসেতু লোপাট করেননি, এটা কি তার অপরাধ? পদ্মা সেতুর মতো কোনো বড় প্রজেক্টের টাকা তিনি লোপাট করেননি। এটা কি তার অপরাধ? তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে সেই টাকা ব্যাংকে রয়েছে। সেই টাকা ফুলে-ফেঁপে দুই কোটি থেকে আট কোটি টাকা হয়েছে। খালেদা জিয়ার অপরাধ তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেন। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন। এ কারণেই তিনি আজ বন্দি। এ কারণেই তারেক রহমান আজকে দেশের বাইরে।’
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুর রহমান এনামের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন ও সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
এএইচআর/ওএফ