‘আমি শেখ হাসিনাকে ভালোবাসি, আপনারাও ভালোবাসুন’
চট্টগ্রামে ভোটের প্রচারণায় চিত্রতারকারা /ছবি- সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণায় এসে চিত্রনায়ক ফেরদৌস বলেছেন, আমি শেখ হাসিনাকে ভালোবাসি। আমি নৌকাকে ভালোবাসি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারাও শেখ হাসিনাকে ভালোবেসে নৌকায় ভোট দিন।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের কাজির দেউড়ি মোড়ে নৌকার পক্ষে প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। আগের দিন রোববার নৌকার প্রচারে চট্টগ্রামে আসেন চিত্রনায়ক রিয়াজ, সায়মন, চিত্রনায়িকা পূর্ণিমা, অরুণা বিশ্বাস, অভিনেত্রী বিজয়ী বরকতুল্লাহ, তানভীন সুইটি প্রমুখ। সোমবার ফেরদৌস তাদের সঙ্গে যোগ দেন।
বিজ্ঞাপন
‘নৌকা, নৌকা’ স্লোগান দিয়ে ফেরদৌস বলেন, নৌকার প্রার্থী রেজাউলকে জয়ী করুন। তিনি চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখবেন। কারণ তিনি যোগ্য প্রার্থী। শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষ ইতোমধ্যে ভোগ করছেন। উন্নত দেশের কাতারে নিয়ে যেতে তার হাতকে শক্তিশালী করুন।
বিজ্ঞাপন
তারকাদের ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে মুখরিত নগরের কাজীর দেউড়ি, জামাল খান, আন্দরকিল্লা এলাকা।
চিত্রনায়ক রিয়াজ বলেন, চট্টগ্রামে বিশাল উন্নয়নযজ্ঞ চলছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে হবে। বিমানবন্দর থেকে হোটেলে আসার রাস্তা দেখে আমি বিস্মিত হয়েছি। যে রাস্তা দিয়ে এসেছি তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা। অনেকে আমার এই মন্তব্য নিয়ে সমালোচনা করেছেন।
তাদের বলবো- আপনারা বাইরে থেকে সমালোচনা করবেন না। চট্টগ্রামে আসুন। চট্টগ্রামে কি কি উন্নয়ন হয়েছে তা দেখে যান, বলেন নায়ক রিয়াজ।
ভক্তদের উদ্দেশে চট্টগ্রামের মেয়ে চিত্রনায়িকা দিলারা হানিফ রীতা পূর্ণিমা বলেন, গত একযুগে চট্টগ্রামের যে পরিবর্তন হয়েছে আমি নিজ চোখে দেখেছি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।
চট্টগ্রাম/ওএফ