কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা/ ছবি: সংগৃহীত

বগুড়ায় এক লাখ ২০ হাজার বর্গমিটার শস্যচিত্রের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। যা গিনেজ বুকে অন্তর্ভুক্ত করা হবে। এটি গিনেজ বুকে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। 

মতিয়া চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি বলেছিল, তাদেরকে শস্যচিত্রে বঙ্গবন্ধুর চিত্রের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে পারব। বাংলাদেশ পারে এবং পারবে আজ আবার প্রমাণ করতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কৃষিবিদদের উদ্যোগে খুব ভালো কাজ হয়। বাংলাদেশের কৃষিবিদরা যে সফল তা প্রমাণ করে দিয়েছেন। এর আগেও তাদের হাত ধরেই আরও অনেক ভালো কাজ হয়েছে। সব কিছুর পিছনে মূলচিন্তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘এটা শুধু গিনেজ বুকে বাংলার নাম লেখা নয়, বাংলার বুকে জাতির পিতাকে যেন চিরতরে লেখা থাকে সেটাই লক্ষ্য। এটাই শেষ নয়, এখান থেকে শুরু সমানের দিকে এগিয়ে যাওয়ার।’

বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘বঙ্গবন্ধুর চিন্তাভাবনার সুফল পাচ্ছে দেশের মানুষ। শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রথমবারের মতো গিনেজ বুকে নাম লেখা হচ্ছে এবং নতুনভাবে ইতিহাসে সৃষ্টি হচ্ছে। এ থেকে নতুনভাবে কৃষক উজ্জীবিত হবে।’

তিনি বলেন, ‘শস্যচিত্র বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তৈরি করার জন্য দুই ধরনের ধান বেছে নেয়া হয়েছে, নীল ও সোনালী রঙ। ১০০ বিএনসিসি সদস্যের নিয়ে জমিও তৈরি করা হয়েছে। আগামীকাল এই ধানের চারা রোপণ হবে। বাংলার মাটি ব্যবহার করে জাতির সমানে আমরা বঙ্গবন্ধুকে তুলে ধরতে যাচ্ছি। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন রেকর্ড তৈরি করে উদ্বোধন করা হবে। শস্যচিত্র বঙ্গবন্ধুর আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রের দৈর্ঘ্য ৪০০ মিটার প্রস্থ ৩০০ মিটার।’

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহীদুর রশীদ ভূঁইয়া, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স প্রমুখ।

এফআর/এএ