দেশের মানুষ আজ স্বস্তিতে নেই মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের নির্বাচন দেশবাসী চায় না। নির্বাচনের নামে চট্টগ্রামে আজ কী হল? স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রাক্কালে জনগণ স্বাধীনতার চেতনাবিরোধী এরকম স্বৈরতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করে না।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সুস্থতা কামনায় ঢাকা মহানগর দক্ষিণ এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল পরিচালনা করেন দলটির যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লা আসিফ।

এসময় সরকারকে উদ্দেশ্য করে বাবলু বলেন, অবিলম্বে এরকম প্রহসন ও তামাশার নির্বাচন বন্ধ করুন। জনগণের নাগরিক অধিকার স্বাধীনভাবে 'যাকে খুশি তাকে ভোট দেব' এটা নিশ্চিত করুন।

বাবলু বলেন, আমাদের প্রিয় চেয়ারম্যান অসুস্থ হওয়ার পর থেকে তার রোগমুক্তির জন্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে প্রতিদিন বিভিন্ন জেলা, উপজেলা এবং মহানগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বুধবার জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ সৈয়দ আবু হোসেন বাবলা ও জহিরুল আলম রুবেলের নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। আপনাদের ভালোবাসা ও দোয়ায় চেয়ারম্যান এখন করোনামুক্ত।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এবং চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহ-ই-আজম, হারুন আর রশিদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খাঁন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা, সম্পাদক মন্ডলীর সদস্য হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, সুলতান মাহমুদ, আহাদ ইউ চৌধুরী শাহীন, বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভুইয়া প্রমুখ।

এএইচআর/এসএম