প্রধানমন্ত্রীর কথা জনগণের কাছে বিশ্বাসযোগ্য না : রিজভী
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা জনগণের কাছে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য রেজিমের চামুণ্ডারাই কেবল মহিমা কীর্তন করে থাকে। যা জনগণের কাছে বিশ্বাসযোগ্য নয়। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রোববার মুজিববর্ষ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, কারণ আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চাই। এখন বিরোধী দল বলতে যে দলগুলো আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলেই তারা জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করতে পারেনি।’
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের বক্তব্য রসিকতা ও মিথ্যাচার রাজনীতির সংস্কৃতির অংশ। তিনি বেমালুম ভুলে গেছেন যে, জনগণের ভোটে নয় তিনি আইনশৃঙ্খলার বাহিনীর দ্বারা রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি যা বলেন, করেন তার উল্টোটা। তার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।
‘আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি মানুষের শান্তি চাই’ প্রধানমন্ত্রী কিছুদিন আগেও বিদেশি সংবাদকে এমন বক্তব্য দিয়েছেন দাবি করে রিজভী বলেন, এসব কথা বলে আবার তার মন্ত্রীদের দিয়ে বলান, ‘শেখ হাসিনা যতদিন জীবিত ও কর্মক্ষম থাকবেন ততদিন প্রধানমন্ত্রী পদ থেকে কেউ সরাতে পারবে না।’ এখন আবার বলছেন তার শক্তিশালী বিরোধী দল লাগবে।
বিজ্ঞাপন
গণতন্ত্রকে ধ্বংস করা আওয়ামী লীগের ধর্ম মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্রকে নিহত করে বর্তমানে সে পুরনো একদলীয় বাকশালই জেঁকে বসেছে। দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে এখন বিকল্প মত প্রকাশেরও সুযোগ নেই। ক্ষমতাশালীদের নিয়ন্ত্রণে গণতন্ত্র ও মিডিয়া।
প্রধানমন্ত্রী বিরোধীদল নির্মূলের অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছেন উল্লেখ করে রিজভী আরও বলেন, যে দেশে গুম ও ক্রসফায়ার আর লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও গায়েবি মামলা জাতীয় জীবনের অংশ হয়, সে দেশে শক্তিশালী বিরোধী দল গড়ে তোলার কথা বছরের শ্রেষ্ঠ ইয়ার্কি ছাড়া আর কিছুই না। তারা পরিকল্পিতভাবে শুধুমাত্র বিএনপি নয়, সব বিরোধী দল এবং ভিন্ন মতাবলম্বীদের নির্মূলের চেষ্টা করছেন। সংসদে আওয়ামী লীগের বানানো একটি কথিত বিরোধী দল আছে। তাদের নেত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, তারা দেশে-বিদেশে নিজেদের পরিচয় দিতে পারেন না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে। কারণ, সবাই জানতে চায়, তারা সরকারি দল না বিরোধী দল।
দেশের বিভিন্ন জায়গায় চলমান স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে টেনে রিজভী বলেন, গতকাল বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থীর প্রচার মাইক ভেঙে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় নেতাকর্মীকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এএইচআর/এমএইচএস