সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে বর্ণমালা মিছিল
বাংলা ভাষা চালুর দাবিতে বর্ণমালা মিছিল /ছবি- ঢাকা পোস্ট
সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে বর্ণমালা মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সমাবেশ থেকে সব ভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করা, সর্বস্তরের মাতৃভাষা চালুর পাশাপাশি আদিবাসীদের বর্ণমালা সংরক্ষণের দাবি জানানো হয়। একইসঙ্গে আদিবাসীদের ওপর চলমান সাংস্কৃতিক আগ্রাসন রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ঐতিহাসিক আমতলা গেট থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, কদম ফোয়ারা ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। মিছিলে বাংলা, চাকমা, মারমা, আরবিসহ বিভিন্ন ভাষার বর্ণমালা ছিল। আমতলা গেট ও পরে প্রেসক্লাবের সামনে দুটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে কেএম মুত্তাকী বলেন, আমাদের রাষ্ট্র কেবল বাঙালি নৃগোষ্ঠীর নয়। এ ভূখণ্ড যেমন বাঙালিদের তেমনই ক্ষুদ্র নৃগোষ্ঠীরও। কিন্তু বর্তমানে তাদের পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ব্রিটিশ ও পাকিস্তানি শাসনামলে যেভাবে বাঙালিদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর একই আগ্রাসন চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন বলেন, পর্যটন শিল্পের ছোঁয়ায় পাহাড়গুলোত পর্যটকরা মনোরম স্বর্গীয় সুবাস পান। কিন্তু সেই পাহাড়গুলোতে ভূমিপুত্ররা খুঁজে পায় ভিটেমাটি হারানোর ইতিহাস, ঘর পুড়ে যাওয়ার যন্ত্রণা আর উদ্বাস্তু হওয়ার কঠিন অভিজ্ঞতা। সুতরাং সেখান সংস্কৃতির বিকাশ কতটা ভয়াবহ সেটা সহজে অনুমানযোগ্য।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কেএম মুত্তাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন, কেন্দ্রীয় সংসদের সদস্য দিদারুল ইসলাম শিশির, পিরোজপুর জেলা সংসদের সভাপতি ইমন চৌধুরী প্রমুখ।
ওএফ