জাতীয় পার্টির পতাকা

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় র্নিবাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের রোববার (০৬ ডিসেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে জাতীয় পার্টি (জাপা)।

শনিবার (০৫ ডিসেম্বর) জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আগামী ১৬ জানুয়ারি (শনিবার) দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, যাচাই-বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

ইসি সচিব জানান, ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর (সোমবার) ভোটগ্রহণ করা হবে।

 

এইউএ/জেডএস