বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছিন্নমূলদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয়তাবাদ যুবদল। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদল মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহিন, সদস্য সচিব এনাম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে দীর্ঘ ৮৩ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন বেগম জিয়া। যদিও তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দাবি  এখনও চিকিৎসা শেষ হয়নি। কিন্তু দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়াটা নিরাপদ মনে করায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এএইচআর/আইএসএইচ