কোরআন-সুন্নাহ’র আলোকে শরিয়তভিত্তিক চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৬৯তম পবিত্র মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সালানা ওরছে হজরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে সোমবার (২৮ ফেব্রুয়ারি)।

এ দিন চট্টগ্রামের বায়েজিদ গাউছুল আজম সিটির কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে দিনরাত ব্যাপী এ পবিত্র মাহফিল অনুষ্ঠিত হবে।

দিনরাত ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে— বাদে নামাজে ফজর খতমে কোরআন ও তাহলীল। বাদে নামাজে জোহর পবিত্র মেরাজুন্নবী (দ.) ও হযরত গাউছুল আজম (রা.)’র জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব-জিকিরে গাউছুল আজম মোর্শেদী ও তাবাররুক বিতরণ।

বাদে নামাজে এশা কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসুল (দ.) হজরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের তাকরির মোবারক।

সবশেষে মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে সালানা ওরছে পাকের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে ধর্ম পরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত এবং এ পবিত্র সালানা ওরছে পাকে গরু, মহিষ, ছাগল, টাকা-পয়সা, নজর নেওয়াজ এ ধরনের কোনো কিছু না আনার জন্য মুসলিম বিশ্বের অন্যতম আধ্যাত্মিক দরবার, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পক্ষ থেকে বিশেষ বিশেষ অনুরোধ করা হয়েছে।

সালানা ওরছে অংশগ্রহণের জন্য মুসলিম মিল্লাতের প্রতি আহ্বানও জানানো হয়েছে দরবার শরীফের পক্ষ থেকে।

এসএসএইচ