কুয়েতে বাংলাদেশি তরুণদের স্বেচ্ছায় রক্তদান
কুয়েতে বাংলাদেশি তরুণদের স্বেচ্ছায় রক্তদান
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি তরুণদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। 'কুয়েত প্রবাসী পেজ'র উদ্যোগে বাংলাদেশি তরুণরা শুক্রবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশটির জাবরিয়া কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে এ কর্মসূচি পালন করে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকেই কুয়েতের বিভিন্ন এলাকা থেকে রক্ত দিতে ছুটে আসেন।
বিজ্ঞাপন
কুয়েতের সামিয়া এলাকা থেকে আসা রানা মজলিস বলেন, দেশে আমার অনেক বন্ধুদের রক্তদান করতে দেখেছি। তাদের দেখে আমি উৎসাহী ছিলাম, আবার ভয়ও কাজ করছিল। তবে, রক্ত দেওয়ার পর ভয় কেটে গেছে। নিজেকে একদম স্বাভাবিক মনে হচ্ছে। রক্তদানের মতো মহৎ একটি কাজে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত।
কুয়েত প্রবাসী পেজের এডিমন বলেন, অন্যদেশের নাগরিকরা কোনো অন্যায় বা অপরাধ করলে এশিয়ার নাগরিক বলে বিভিন্ন মিডিয়ার প্রচার করা হয়। কিন্তু কোনো বাংলাদেশি প্রবাসী অপরাধ করলে তাকে বাংলাদেশি হিসেবেই উল্লেখ করা হয়। স্থানীয়রা বাংলাদেশিদের অন্য দেশের চেয়ে খারাপ মনে করে। তাই আমরা বন্ধুরা মিলে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্যোগ নিয়েছি। এতে কিছুটা হলেও দেশের সুনাম বৃদ্ধি পাবে। তাছাড়া আমাদের দেখে অন্যরাও স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, চেহারা বা গায়ের রং নয়, বিদেশে কাজের মাধ্যমে মূল্যায়ন করা হয় বিভিন্ন দেশের প্রবাসীদের। তাই বিদেশের মাটিতে বাংলাদেশের মান উজ্জ্বল করতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি তরুণরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী হাতে নিয়েছে।
ওএফ