কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস অনেক ত্যাগ ও গৌরবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। যার কারণে আমরা বিজয়ের স্বাদ ভোগ করছি, পেয়েছি লাল সবুজের মানচিত্র ও একখণ্ড ভূমি। এর অন্যতম অবদান হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। মহান এ নেতা মেধা, নেতৃত্ব ও ত্যাগের কারণে বাঙালি জাতির অন্তরে স্থান করে নিয়েছেন।

বুধবার (১৬ ডিসেম্বর) কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাসে আয়োজিত বিজয় দিবস উদযাপন ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশের মাটিতে আমাদের কাজের দক্ষতার মাধ্যমে দেশের মান বৃদ্ধি করতে হবে। কারও উপকার করতে না পারলে, ক্ষতিও যেন না করি।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। পরে আলোচনা ও চা চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলােমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ডিফেন্স এর্টাসি ব্রিগেডিয়ার জেনারেল আবু নাসের, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়ার্জ মুর্শেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন, পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খান প্রমুখ। 

এছাড়াও কুয়েতের বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

ওএফ