যুক্তরাজ্য আ.লীগের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার’ এ প্রতিপাদ্য সামনে রেখে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বঙ্গবন্ধুর বাল্য, কৈশোর, রাজনৈতিক ও সামাজিক জীবনের আদর্শ নিয়ে আলোচনা করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশ অভিন্ন। বক্তারা জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে একটি শোষণহীন, সার্বভৌম, সুখী ও সমৃদ্ধ জীবন উপহার দিয়ে গেছেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। এতে যুক্তরাজ্য আওয়ামী লীগ, লন্ডন মহানগর আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, যুব মহিলা লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন— রবীন পাল, এস এম সুজন, তারিফ আহমদ, সৈয়দ ছুরুক আলী, মেহের নিগার চৌধুরী, লুৎফুর রহমান সায়েদ, খসরুজ্জামান, খালেদা কোরাইশী, আজ্ঞুম আরা অন্জূ, আফসার খান সাদেক, হোসনে আরা মতিন, নাজমা হোসেন, কামরুন নাহার, রুজি আহমেদ, দীপঙ্কর তালুকদার, মল্লিক সাকুর, সেলিম চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দিন, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, সেলিনা আক্তার জোসনা, আসমা আলম, আহবাব মিয়া, বাবুল হোসেন, মো. ফিরোজ, সায়েক আহমেদ, ইকবাল আহমেদ, চন্দন মিয়া, আরুক চৌধুরী, সৈয়দ বেলাল, আফজল আহমদ, মাহবুব আহমদ, মকসুদ ইসলাম, জামাল খান, শামীম আহমদ, সাদ আহমদ, আব্দুস সালাম, সিজিল মিয়া, দিলাল আহমেদ, বদরুজ্জামান বদর প্রমুখ।
এসএসএইচ