অস্ট্রেলিয়ায় রোজা শুরু
অস্ট্রেলিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমদের একটি অংশ।
দেশটিতে একটি অংশ চাঁদ দেখে রোজা রাখে। আরেকটি অংশ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের ঘোষণা অনুযায়ী একদিন আগে অর্থাৎ শনিবার (২ এপ্রিল) থেকে রোজা শুরু করে। সে অনুযায়ী তারা প্রথম রোজা সম্পন্ন করেছে।
বিজ্ঞাপন
আলী হোসেন নামে এক মুসলিম জানান, বিভিন্ন দেশের মুসলিমরা সময়ে সময়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নিয়েছেন। তাই ধর্মীয় নীতি নির্ধারণে দুটি দল হয়ে গেছে।
শনিবার অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে তারাবির নামাজ শুরু হয়। আজ চাঁদ দেখা যাওয়ায় অনেক মসজিদে তারাবির জন্য ভিড় দেখা গেছে।
বিজ্ঞাপন
সিডনির মুসলিম অধ্যুষিত ও বাঙালি পাড়া বলে খ্যাত লাকেম্বা শহরে রমজানের উৎসব ছড়িয়ে পড়েছে। হ্যাল্ডন স্ট্রিটের ফুটপাতে বিকেল থেকে বসেছে 'স্ট্রিট ফুড মার্কেট'। পিছিয়ে নেই বাংলাদেশিদের পদচারণায় মুখরিত রেলওয়ে প্যারেড। ইফতারের পসরা নিয়ে বসছেন বাংলাদেশিরা দোকানিরা।
প্রতি বছরের ন্যায় এবারও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য রাজনৈতিক নেতারা রোজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন সুপার মার্কেট কর্তৃপক্ষ রমজান সামনে রেখে কিছু পণ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে।
আরএইচ