‘শওগাত আলী সাগর লাইভ’ এর আলোচনা

করোনা মহামারিতে পার্শ্ব প্রতিক্রিয়ায় নাগরিকদের মানসিক সমস্যার পাশাপাশি মাদকাসক্তি ও বন্দুক সন্ত্রাস আশঙ্কাজনক বেড়ে গেছে। তরুণরা নানা ধরনের গ্যাংয়ে জড়িয়ে সহিংসতায় লিপ্ত হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে নির্ঝঞ্ঝাট মানুষেরাও সন্ত্রাসের শিকার হচ্ছেন। কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ শহর টরন্টোর এমন চিত্রই ফুটে উঠেছে ‘শওগাত আলী সাগর লাইভ’ এর আলোচনায়।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সম্প্রচারিত ‘টরন্টোয় কেন এত বন্দুক সন্ত্রাস’ শীর্ষক আলোচনায় বক্তারা টরন্টোতে ক্রমবর্ধমান বন্দুক সন্ত্রাস, বাংলাদেশি কমিউনিটিতে এর প্রতিক্রিয়া এবং করণীয় উঠে আসে। আলোচকরা বাংলাদেশি বংশোদ্ভুত তরুণদের গ্যাং সংস্কৃতি থেকে দূরে রাখতে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য অভিভাবকদের পরামর্শ দেন। তারা বলেন, যেকোনো বিষয় নিয়ে কথা বলার মত সম্পর্ক সন্তানদের সঙ্গে গড়ে তুলতে হবে।

স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রচারিত লাইভ আলোচনায় অংশ নেন অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতিবিদ ড. শিশির শাহন্ওয়াজ, বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী সাজ্জাদ আলী এবং ইউনিভার্সিটি অব টরন্টো স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট মুনতাকা আহমেদ।

অর্থনীতিবিদ ড. শিশির শাহন্ওয়াজ বলেন, অর্থনৈতিক বৈষম্য, নানা রকমের সুযোগ সুবিধায় অংশ নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদে উসকানি দেয়। টরন্টোয় অর্থনৈতিকভাবে চাপে থাকা কমিউনিটি এবং তাদের আবাস এলাকাগুলোতেই সন্ত্রাসী তৎপরতা বেশি হচ্ছে।

বন্দুকের সহজলভ্যতাকে টরন্টোয় সন্ত্রাসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন অর্থনীতিবিদ ড. শিশির। তিনি বলেন, প্রতিবেশি যুক্তরাষ্ট্র থেকে অবৈধপথে নানা ধরনের বন্দুক কানাডায় চলে আসে। এই সহজলভ্যতা নিয়ন্ত্রণ করা না গেলে বন্দুক সন্ত্রাস বন্ধ করা কঠিন হবে। তিনি সন্ত্রাস বন্ধে ফেডারেল, প্রভিন্সিয়াল এবং মিউনিসিপ্যালিটি সরকারের যৌথ পদক্ষেপের তাগিদ দিয়ে বলেন, তরুণদের মানসিক স্বাস্থ্যসহ কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে বন্দুক সন্ত্রাস বন্ধে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

বিগত কয়েক বছরের সহিংসতার তথ্যউপাত্ত তুলে ধরে বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী সাজ্জাদ আলী বলেন, টরন্টো এখন রীতিমত একটি আতঙ্কের শহরে পরিণত হয়েছে। কারো সাতে পাঁচে নাই- এমন সাধারণ মানুষেরা পর্যন্ত সহিংসতার শিকার হচ্ছেন।তিনি শহরের রিজেন্ট পার্কে গত সপ্তাহে তিন জন বাংলাদেশি কানাডিয়ানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কথা উল্লেখ করে বলেন, তারা সারাদিন কাজ করে ফিরে নিজের বাসার পার্কিং লটে গল্প করার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির শিকার হয়েছেন।

করোনায় সরকারের অগ্রাধিকার পাল্টে গেছে বলে মত দিয়ে সাজ্জাদ আলী বলেন, সরকার মহামারি নিয়ন্ত্রণের দিকে পুরো মনোযোগ দেওয়ায় এবং সব ধরনের আর্থিক সুবিধা সেদিকে নিয়ে যাওয়ায় সন্ত্রাস দমনে মনোযোগী হতে পারেনি। ফলে সহিংসতা বেড়েছে। তিনি সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় এবং শ্বেতাঙ্গ উগ্রপন্থীরা যাতে সশস্ত্র সহিংসতা সৃষ্টি করতে না পারে সেদিকে কড়া নজর দিতে হবে।

ইউনিভার্সিটি অব টরন্টো স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট মুনতাকা আহমেদ বলেন, মানসিক অসুস্থতা, গ্যাং, সন্ত্রাস এসব নিয়ে বাংলাদেশি কমিউনিটির অভিভাবকরা কথা বলতে চান না। তারা মনে করেন এগুলো অন্য কমিউনিটির বিষয়, আমাদের কমিউনিটিতে আসবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো কমিউনিটি বা গোত্র-বর্ণ দেখে আসে না।

সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়ে তরুণ ছাত্র প্রতিনিধি মুনতেকা আহমেদ বলেন, নিজের ঘরে, নিজের কমিউনিটিতে নির্ভরযোগ্য বন্ধু খুঁজে না পেলে একজন তরুণ-তরুণী বাইরে বন্ধু খুঁজতে বের হয়। এই সময়টায় তারা খারাপ বন্ধুত্বে জড়িয়ে পড়ে। তিনি পরামর্শ দিয়ে বলেন, তরুণ-তরুণীদের উচিৎ নিজের ঘরে সব কথা বলার মতো পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া। অভিভাবকরা প্রতিপক্ষ নন, সন্তানের মঙ্গল কামনা থেকেই সন্তানদের প্রতি নিয়ন্ত্রণমূলক আচরণ করেন এটি মাথায় নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা শুরু করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

এসএসএইচ