সৌদি আরবের মদিনার একটি সোফা কারখানায় আগুনে পুড়ে সাতজন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল একটি সোফা কারখানায় এ ঘটনা ঘটে বলে এখনও জানা যাচ্ছে। তবে এ ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যাচ্ছে না। 

সৌদিতে বাংলাদেশ মিশ‌নের প্রথম স‌চিব মঞ্জুরে মাওলার কাছে টে‌লি‌ফো‌নে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনা শুনেছেন বলে জানান। তবে নিহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। মঞ্জুরে মাওলা বলেন, ৭ জন নিহত হয়েছেন বলে শুনেছেন তিনি।  

ঘটনা সম্পর্কে জানতে জেদ্দা লেবার উইংয়ের কনস্যুলার মো. আমিনুল ইসলাম ও দ্বিতীয় সে‌ক্রেটা‌রি কে এম শহীদুজ্জামামের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কয়েকবার ফোন করেও তাদের পাওয়া যায়নি।   

কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিচয়ও পাওয়া যায়নি। 

দুপুর ১২টার পর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে তখন তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের মদিনা প্রতিনিধি এটা নিয়ে কাজ করছেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আমরা কিছুই জানাতে পারছি না। এখনও যেসব তথ্য পাওয়া যাচ্ছে সব আংশিক, এটা দিয়ে চূড়ান্ত কিছু বলা যায় না। পূর্ণাঙ্গ প্রতিবেদন ফেলে আমরা গণমাধ্যমকে জানাতে পারব।’  

এনআই/এনএফ