সিডনি তথা অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের বড় আসরগুলোর অন্যতম বঙ্গবন্ধু পরিষদের বৈশাখী মেলা। গত দু’বছর করোনার বিধিনিষেধের জন্য দিনকাল ঠিক করেও মাঠে গড়ায়নি মেলাটি। এ বছর করোনা নিয়ন্ত্রণে থাকায় বড় আসরের সম্ভাবনা ধরে রেখে ঈদের পরে তারিখ নির্ধারণ করা হয়েছে। যদিও পূর্ব নির্ধারিত তারিখটি ছিল ১৪ মে। বৈরী আবহাওয়ার কারণে ২৮ মে বসছে সিডনির বাঙালিদের অন্যতম আকর্ষণ এ মিলনমেলা। 

সিডনির ব্যাংকসটাউনের পেসওয়েতে (১৭৬-১৭৮ এল্ড্রিজ রোড, কনডেল পার্ক) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলার আবেদন ধরে রাখতে এবারের অন্যতম আকর্ষণ ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। থাকছে বাংলাদেশি খাবারসহ আন্তর্জাতিক হালাল খাবার, বস্ত্র, অলংকারসহ আরও হরেক রকমের স্টল। রাতের আকাশের ঝলকানি দিতে থাকছে ফায়ার ওয়ার্কস। থাকছে শিশুদের প্রিয় রাইডসও।

তাছাড়া দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে বাঙালিদের আনন্দ দিতে কাজ করবে মেলাটি। মেলায় পার্কিংসহ থাকছে আরো কিছু জনবান্ধব সুবিধা। 

মেলার অন্যতম সংগঠক গাউসুল আলম শাহাজাদা বলেন, আমরা যেহেতু গত দু’বছর মেলাটি করতে পারিনি, এ বছর সবাই মরিয়া হয়ে কাজ করছি, যাতে আবার সেই চেনা মেলার আবহটি সবাই খুঁজে পায়। আশা করছি খুব ভালো জনসমাগম হবে। 

ওএফ