শারাজাহ বঙ্গবন্ধু পরিষদের নেতা হাফেজ আর নেই
হাফেজ আব্দুল হক
শারাজাহ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতা হাফেজ আব্দুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এসএসএইচ
বিজ্ঞাপন