ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতির উদ্যোগে একুশের আয়োজন
ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহত্তর ঢাকা সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দেশটির রাজধানী রোমের লারগো প্রেনেসতে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সময় ২০ তারিখ (শনিবার) সকাল ১০টায় পরিচ্ছন্ন কার্যক্রম, অস্থায়ী শহীদ মিনার নির্মাণ এবং বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১২টা থেকে দুপুর ১টার মধ্যে মধ্যাহ্ন ভোজ ও যোহর নামাজ আদায়। এরপর বিকেল ৫টায় পুরস্কার বিতরণ ও ৬টায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে।
বিজ্ঞাপন
প্রতি বছর বৃহত্তর ঢাকা সমিতি এ ধরনের আয়োজন করে থাকে। এর আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জরুরী আলোচনা সভার মাধ্যমে এ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
শনিবার ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। সবাইকে যথা সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণে জানিয়েছেন সমিতির উপদেষ্টা আব্দুর রশীদ, সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন, প্রচার সম্পাদক মহিব হাসান, এলিন আহমেদ মিঠুসহ সমিতির অন্যান্য সদস্যরা।
বিজ্ঞাপন
এ বছর ২১ উদযাপন পরিষদ ২০২১ এর আহ্বায়ক মঞ্জুর আহাম্মদ মঞ্জু, সদস্য সচিব সিদ্দীক মিয়া, প্রধান উপদেষ্টা বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কেএম লোকমান হোসেন, উপদেষ্টা বৃহত্তর ঢাকা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম, বৃহত্তর কুমিল্লার দিদারুল আবেদীন, বৃহত্তর নোয়খালীর মোহাম্মদ লিটন হাজারী ও প্রধান সমন্বয়কারীর দায়িত্বে মফিজুল ইসলাম রাসেল।
ওএফ