পর্তুগালে বৈধভাবে ১০ হাজার ৯৩৬ জন বাংলাদেশি বসবাস করছেন। ২০২১ সালে ১ হাজার ২০ জন বাংলাদেশি নাগরিক পর্তুগালে বসবাস করার অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন। ২০২০ সালে রেসিডেন্ট কার্ড পেয়েছিলেন ২ হাজার ১৫৪ জন বাংলাদেশি। পর্তুগালের ইমিগ্রেশন কর্তৃপক্ষ (এসইএফ) গতকাল এই তথ্য জানিয়েছে।

রেসিডেন্ট কার্ডধারী বাংলাদেশী প্রবাসীদের সংখ্যা কমলেও নতুন আগত বাংলাদেশির সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। 

লিসবনে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে সেখান থেকে জানিয়েছে, বর্তমানে নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে পর্তুগালে কমপক্ষে ২০ হাজার বাংলাদেশি বসবাস করছেন।

পর্তুগালে বর্তমানে ৬ লাখ ৯৮ হাজার ৮৮৭ জন বিদেশি নাগরিক রয়েছেন, যা গত বছরের তুলনায় ৫.৬ শতাংশ বেশি।  

এনএফ