কুয়েতে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। কর্মব্যস্ততার মধ্যেও প্রবাস নিজেদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা।

মুসলিম প্রধান দেশ হওয়া ঈদের সময় কুয়েতে সরকারি ছুটি থাকে। আর সেই সুযোগে দেশীয় খাবার খাওয়া, দর্শনীয় স্থানে ঘুরাঘুরির মাধ্যমে ঈদ উপভোগ করছেন কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা।

দিনের বেলা বাইরের তাপমাত্রা বেশি থাকায় ঘর থেকে খুব বেশি বের হন না। কিন্তু সন্ধ্যার পর পার্কে, সমুদ্রে পাড়ে ও বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে দেখা যায়। খাওয়া দাওয়া, গান বাজনা, গল্প আড্ডা, খেলাধুলায় মেতে উঠেন সবাই। কিছু মুহূর্ত দেশে থাকা প্রিয়জনদেন কাছে না পাওয়ার দুঃখ ভুলে থাকা যায়।

প্রতি বছরের জুন-জুলাই-আগস্টে কুয়েতের তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত থাকে।

এমএইচএস