বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও আজ (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। দেশটির মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

এছাড়া, জার্মানির কিছু কিছু শহরে বাংলাদেশি ও অন্যান্য দেশের মুসলমানদের উদ্যোগে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জার্মানিতে বাংলাদেশি অধ্যুষিত সব জামাতে ছিল প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানদের উপচে পড়া ভিড়।

দেশটির রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ব্রেমেন, হামবুর্গের মসজিদগুলোতে।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আজ ঈদের আমেজ বর্ণময় হয়ে উঠেছে।

এমএইচএস