দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের আঞ্চলিক সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জুলাই) জোহানেসবার্গের জুলেক পার্কে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত প্রবাসীদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. এ জে মাহমুদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মেহরাব মিয়া, সাউথইস্ট এক্সচেঞ্জ কান্ট্রি হেড বুলবুল আহমেদ, কমিউনিটি নেতা মজিবুল হক লিটন, আবু নাছের হাজারী, বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি ফোরামের সভাপতি বাবু শৈবাল বড়ুয়া, কমিউনিটি নেতা আসাদ কামাল চঞ্চল, রিয়াদ হোসেন রিকু, আকতার, রাকিবুল হাসান ডলারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রবাসী বাংলাদেশীরা পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হয়েছিলেন। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ওএফ