জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।

শুক্রবার (৫ আগস্ট) দুবাই কনস্যুলেটের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে কনস্যুলেট প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণারের হল রুমে ফুল দিয়ে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান জানান কনস্যুলেট কর্মকর্তা এবং উপস্থিত কমিউনিটি নেতারা।

হেড অব চ্যান্সারি মোজাফ্ফর হোসাইনের পরিচালনায় সিরাজ মোস্তফার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমার্সিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, প্রথম সচিব ফকির মনোয়ার।

কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু জাফর, আইয়ুব আলী বাবুল, নাছির উদ্দীন কাউসার। এসময় আরও বক্তব্য রাখেন আবু জাফর, কাজী মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম, আনসারুল হক, ইঞ্জিনিয়ার আবু হেনা, আবুল কাশেম, দেলোয়ার হোসেন, নাসির রেজা খান, শিমুল মোস্তফা, মনছুর সবুর প্রমুখ।

এসএসএইচ