মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক পরিচিত সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) রাজাধানী মালে স্থানীয় একটি হল ‍রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। 

সংগঠনের সদস্য সচিব রায়হান উদ্দীন মজুমদারের সঞ্চালনায়, আহ্বায়ক মো. হারুন মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য কাজী মোকলেছ, মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক ইয়াকুব আলী, প্রবাসী বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, আহবায়ক কমিটির সদস্য মো জহির, জুলহাস, সামি, রাকিব, রতন মিয়াজী, আদম, রফিক, রাব্বী সবুজ প্রমুখ।

সভায় ‘এসো এক হই, অধিকারের কথা কই’ স্লোগানে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। 

এ সময় বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের প্রশংসা করে বক্তারা বলেন, বিশ্বের ৫২টি দেশে আমাদের প্রবাসী অধিকার পরিষদের শাখার আছে। সব দেশের তুলনায় মালদ্বীপের হাইকমিশনার সবচেয়ে বেশি প্রবাসীবান্ধব। এছাড়াও বাংলাদেশের অর্থনীতি স্বচ্ছল রাখতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান বক্তারা।

এমএ