বিশিষ্ট কলামিস্ট, উন্নয়ন গবেষক মো. মাহমুদ হাসান গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ক্যালগেরির ফুটহিলস হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের কার্ডিওলজি ইনটেনসিভ কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছিল। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা দ্রুত হার্টে সার্জারির সিদ্ধান্ত নেন।

বর্তমানে মাহমুদ হাসানের অবস্থা আশঙ্কামুক্ত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ (৫ সেপ্টেম্বর) তাকে হাসপাতালের আইসিসিইউ থেকে হাই প্রায়োরিটি কার্ডিয়াক ইউনিটে রাখা হয়েছে।

এদিকে মাহমুদ হাসানের আরোগ্য কামনায় দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

মো. মাহমুদ হাসান মিডিয়াকে দেওয়া সংক্ষিপ্ত এক মোবাইল বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দোয়া অব্যাহত রাখতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

আন্তর্জাতিক সংস্থায় উন্নয়ন গবেষক হিসেবে কর্মরত মো. মাহমুদ হাসান নব্বই দশকে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া, বর্তমান সমাজের প্রেক্ষাপটে সমাজ উন্নয়নে রাষ্ট্রের ও সমাজের ভূমিকা নিয়ে জাতীয় পত্রিকায় লেখা তার বিভিন্ন কলাম দেশে-বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

এমএইচএস