বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির মিশিগান শাখা। এ উপলক্ষে রোববার বিকেলে হ্যামট্রামিক সিটির একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আফজাল চৌধুরী। এরপর দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতারা।

মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহরিয়ার চৌধুরী।

সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ও যুগ্ম সম্পাদক শাহজাহান রহমানের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম লায়েছ, রাজু আহমেদ তালুকদার,জিলাল উদ্দিন, খন্দকার ইউসূফ কামাল, হাজী নিজাম উদ্দিন, ইকবাল হোসেন বকুল, সৈয়দ আলী রেজা, মোহাম্মদ জামান, উমর আশরাফ ইমন, মোশাররফ চৌধুরী লিটু, শাহদাত হোসেন, এনাম ‍উদ্দীন, ওয়াসিমুজ্জামান রনিসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। বাংলাদেশের মানুষ ভালো নেই। গুম, খুন ও দুর্নীতিতে দেশের সাধারণ মানুষ ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছে।

তারা বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটাতে মিশিগান বিএনপি ঐক্যবদ্ধ।

আরএইচ