সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মতো আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল এবং রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে দেশের সঙ্গে মিল রেখে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের সময় অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা শুরু হয়।

আবুধাবিতে পরীক্ষার পরিদর্শক ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলার আব্দুল আলিম মিয়া। হল সুপারের দায়িত্বে ছিলেন কিরণ আক্তার। আবুধাবিতে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৯ জন।

অন্যদিকে উত্তর আমিরাতে রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে মোট ২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দুবাই কাউন্সিলের কাউন্সিলর ফাতেমা জাহান। হল সুপার দায়িত্বে ছিলেন মামুন হক। দুই প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালে দায়িত্ব পালন করেন শিক্ষক ফিরোজ আহম্মদ সিদ্দিকী, আব্দুল গনি সিদ্দিকী, জাকির হোসেন ও সৈয়দ ইব্রাহিম।

এমএ