ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম
চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল শনিবার অনুষ্ঠিত হবে। এর ব্যবস্থাপনায় রয়েছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরীর বায়জিদের অক্সিজেন মোড় থেকে ষোলশহর দুই নম্বর গেটসংলগ্ন মহাসড়কসহ আশেপাশের এলাকা বর্ণিল সাজসজ্জায় সাজানো হয়েছে।
বিজ্ঞাপন
সড়ক-মহাসড়কে শোভা পাচ্ছে কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের মনোগ্রাম ও গাউছুল আজমের (রা.) বাণী সংবলিত দৃষ্টিনন্দন তোরণ। বাহারি সাজসজ্জায় তোরণগুলো যেন সুন্নিপ্রেমী জনতার হৃদয়ে সৃষ্টি করছে এক অন্যরকম আবহ।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর খতমে কুরআনে করিম ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শীর্ষক সেমিনার।
বিজ্ঞাপন
বাদ আছর তরিকতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ। বাদ মাগরিব ফাতেহা শরিফ আদায়, ঈছালে ছাওয়াব, রাসুল পাকের (সা.) সুন্নত তরিকায় বায়আত (যারা বায়আতের নির্দিষ্ট ছবকপ্রাপ্ত) ও মোরাকাবা।
কাবলে নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী, বাদে নামাজে এশা মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নূরানি তাকরির মোবারক, মিলাদ-কিয়াম, মোনাজাত ও তরিকতের নির্দিষ্ট তারতিবে দরুদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়।