মিশিগানে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উদযাপন
মায়া করলে মায়া পাওয়া যায়। এ কথা রাসুলুল্লাহ (সা.) বলেছেন। যারা ছোটদের মায়া করে না, বড়দের সম্মান করে না তারা আমার হতে পারে না। মারপিট বা জবরধ্বস্তি করে নয়। মায়া করে ও ভালোবাসা দিয়ে সন্তানদের মানুষ করতে হবে। ভালোবাসা পাওয়া সন্তানেরা হতাশাগ্রস্ত হয় না। পারিবারিক বন্ধন থেকে দূরে থাকে না। ভালোবাসা দিয়ে বড় করলে পারিবারিক বন্ধন মজবুত হয়।
মিশিগানে বাঙালি কমিউনিটিতে হতাশাগ্রস্ত ও পারিবারিক বন্ধন থেকে দূরে থাকা সন্তানের সংখ্যা বেড়েই চলছে। এরই পরিপ্রেক্ষিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে আয়োজিত ওয়াজ মাহফিলে নিউইয়র্ক দারুছ ছুন্নাহ লতিফিয়ার প্রিন্সিপাল শায়খ আবু আব্দিল্লাহ মুহাম্মাদ আইনুল হুদা বক্তব্যে রাখেন।
বিজ্ঞাপন
শনিবার (৮ অক্টোবর) বাদ মাগরিব ওয়ারেন টেন মাইলের আল ইহসান ইসলামিক সেন্টার এ ওয়াজ মাহফিলের আয়োজন করে। ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মুহাম্মদ ফখরুল ইসলামসহ স্থানীয় উলামায়ে কেরাম বয়ান করেন। ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মানুষেরা শরিক হন। এসময় বিশেষ ব্যবস্থায় বিপুল সংখ্যক নারী এ ওয়াজ শুনেন।
এছাড়া পবিত্র ঈদে মীলাদুন্নাবী (সা.) উপলক্ষে মিশিগান প্রবাসীদের বিভিন্ন মসজিদে ইসলামিক জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এসএসএইচ