মালদ্বীপ হাইকমিশনারের সঙ্গে প্রবাসী সাংবাদিকদের সাক্ষাৎ
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশটিতে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন প্রবাসী সাংবাদিক ইউনিটের নেতারা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় প্রবাসী সাংবাদিক ইউনিটের নেতারা হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদকে ইউনিটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। চলতি বছরের শুরুর দিক থেকে এপর্যন্ত মালদ্বীপে অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের প্রক্রিয়াসমূহ প্রবাসীদের সুবিধার্থে বাংলা গণমাধ্যমে প্রকাশিত করায় প্রবাসী সাংবাদিক ইউনিটের নেতাদের ভূমিকার প্রশংসা করেন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ-বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ইউনিটের সভাপতি মো. এমরান হোসাইন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল শিকদার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ কাদের, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আল আমিন ও রবিউল আলম।
দেশের সম্মান অক্ষুণ্ণ রেখে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের জন্য প্রবাসী সাংবাদিকদের আহ্বান জানিয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সেবাদানে খুবই আন্তরিক। সবসময় যৌক্তিক ও সম্ভবপর সমস্যা সমাধানে চেষ্টা করে যাবে।
এছাড়াও মালদ্বীপ-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সুসম্পর্কের কারণে রপ্তানিখাতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা বিগত কয়েক বছর ধরে অর্জিত হচ্ছে বলেও প্রবাসী সাংবাদিকদের অবহিত করেন তিনি।
ইউনিটের নেতারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং এর সমাধান নিয়েও আলোচনা করেন। সবশেষে নবগঠিত সাংবাদিক ইউনিটে নতুন দায়িত্ব প্রাপ্ত সদস্যরা ফুল দিয়ে হাইকমিশনারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এমএ