দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে মালদ্বীপ বিএনপি। শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব যুবদলের সভাপতি আব্দুল মান্নান, ব্যাংকার কাশেদুল ইসলাম, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম । 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি প্রবাসী ব্যবসায়ী মো. বাবুল হোসেন, মো. শাহ আলম, মো. ফারুক হোসেন, মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, মো. আজাদ হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা।

এমএ