ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়ার নির্বাচন আজ ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিচ্ছে আকাশ-বাদল (কামরুল মান্নান আকাশ-মাহমুদুল হক বাদল) ও আনিস-লায়লা পরিষদ। রয়েছেন স্বতন্ত্র প্রার্থীও।

আকাশ-বাদল পরিষদের নেতারা জানান, ঢাবির যেসব শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় রয়েছেন, তাদের সহযোগিতা দেওয়া; ঢাবিতে অধিক শিক্ষাবৃত্তি প্রদান; লাইব্রেরি ও পরীক্ষার হলগুলোতে আরো বেশি সহায়তা প্রদান আমাদের অন্যতম পরিকল্পনা।

এই পরিষদের প্রেসিডেন্ট প্রত্যাশী কামরুল মান্নান আকাশ। তিনি জিওলজিতে ১৯৮৪ সালে মাস্টার সম্পন্ন করেছেন। সাধারণ সম্পাদক পদে লড়বেন মাহমুদুল হক বাদল। তিনি ম্যাথমেটিকস থেকে ১৯৮৪ সালে মাস্টার সম্পন্ন করেছেন।

পরিষদের তথ্য ও প্রকাশনা সম্পাদক প্রার্থী শফিকুল আলম জানান, আকাশ-বাদল পরিষদ জয়লাভ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন তৈরি করা হবে।

এমএইচএস