অবশেষে সম্পন্ন হলো কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচন। নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। এর মধ্যে কয়েস-শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।

কানাডার স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে রাত ৮টায় ক্যালগেরির ফেলকনরিজ কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনব্যাপী নির্বাচনে প্রবাসী বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে পরিবার-পরিজন নিয়ে ভোট দেন।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম রিপন বিজয়ী প্যানেলের নাম ঘোষণা করেন। দিনব্যাপী ভোটগ্রহণে তাকে সহযোগিতা করার জন্য তার টিম এবং ক্যালগেরিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিজয়ী প্যানেলের সভাপতি কয়েস চৌধুরী বলেন, এ বিজয় আমাদের সবার, আজ থেকে আর কোনো প্যানেল নয়, আমরা সবাই এক হয়ে মিলেমিশে একসঙ্গে কমিউনিটির উন্নয়নে কাজ করব। ক্যালগেরিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই আমাদের নতুন প্রজন্মকে ভালো কিছু উপহার দেই। যাতে করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলাদেশের নাম ও পতাকার মান সমুন্নত থাকে।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী শুভ্র দাস শুভ্র বলেন, আপনাদের সবার কাছে আমি ও আমার টিম কৃতজ্ঞ। আপনাদের দেওয়া ভালোবাসা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুলল। আসুন আমরা সবাই মিলে একটি দৃষ্টান্তমূলক কমিউনিটি উপহার দেই নতুন প্রজন্মের কাছে।

বরফাচ্ছন্ন কানাডার বেশিরভাগ সময়ই আলবার্টার ক্যালগেরি শহর বরফে আচ্ছাদিত থাকে। বৈরী আবহাওয়া আর প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও শহরের প্রবাসী জ্ঞানী-গুণী সংস্কৃতিমনা আর স্বনামধন্য বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতা আর সহমর্মিতার বন্ধনে শহরটি সারাবছরই থাকে সরব। অন্যদিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা আর বাসের উপযোগী শহরগুলোর মধ্যে ক্যালগেরি বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।

কলামিস্ট মো. মাহমুদ হাসান, সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি রুপক দত্ত, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কিরণ বনিক শংকর, প্রকৌশলী আবদুল্লাহ রফিক, প্রকৌশলী মোহাম্মদ কাদিরসহ অনেক সুধীজন কয়েস-শুভ্র প্যানেলকে স্বাগত জানানোর পাশাপাশি ঐকমত্যের ভিত্তিতে একটি সুস্থ, সুন্দর কমিউনিটি প্রতিষ্ঠায় সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসএসএইচ