সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিনব্যাপী প্রবাসী বাঙালির প্রাণের বইমেলা ও বঙ্গ-সংস্কৃতি উৎসবে গণমাধ্যমকর্মী হিসেবে ভূমিকা রাখায় সম্মাননা স্মারক ক্রেস্টে ভূষিত হয়েছেন ঢাকা পোস্টের আমিরাত প্রতিনিধি ও ‘বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই’র দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

রোববার (৬ নভেম্বর) বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলার তৃতীয় ও শেষ দিনে এ সম্মাননা দেওয়া হয়।

বিশেষ কাজে ঢাকা পোস্টের আমিরাত প্রতিনিধি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দেশে থাকায় এ সম্মাননা স্মারক ক্রেস্ট দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের কাছ থেকে গ্রহণ করেন তার ছোট বোন উম্মে হাবিবা শারমিন।

এমএ