আমেরিকার মিশিগান স্টেট বিএনপি শাখার সম্মেলন আগামী বছরের ৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সফল করার লক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।  

স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় হ্যামট্রামিক সিটির কাবাব হাউজে দলের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ প্রসঙ্গে জানতে চাইলে মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন জানান, দীর্ঘ সাত বছর পর এ সম্মেলন হতে যাচ্ছে। সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে দেওয়ান আকমল চৌধুরীকে সভাপতি ও সেলিম আহমদকে সেক্রেটারি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সে কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে আরও কয়েক বছর গড়ায়। গত রোববার দলের এক সাধারণ সভায় আগামী বছরের ৫ মার্চ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।          

এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে ঢাকা পোস্টকে জানানো হয়, সম্মেলন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ হলেন ফখরুল ইসলাম লয়েছ, ইউসূফ কামাল, নিজাম উদ্দিন, সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল ও তারেক আহমদ চৌধুরী।

অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন মিশিগান স্টেট বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন রাশিয়া-আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সম্পাদক সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী সংসদের সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।       

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জামান, জিলাল উদ্দিন, রাজু আহমদ তালুকদার, মঈনুল হক,মো. কামরুজ্জামান, দেওয়ান আবু জহর চৌধুরী, মোশাররফ চৌধুরী লিটু, ওয়াহিদুজ্জামান রনি, ফয়সাল চৌধুরী, আবদুল বাছিত, মঞ্জুরুল করিম তুহিন, কামাল হোসেন লিলু, নাজমুল হাসনাত রেসাদ, মারুফ খান, আব্দুর রহমান ও শরীফ আহমেদ মেহেদী। 

কেএ