ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বড়দিন বা ক্রিসমাস ডে উদযাপন করেছেন কুয়েতে অবস্থানরত খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা। 

স্থানীয় সময় রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে পর থেকে কুয়েত সিটির মালিয়া ও সালমিয়া খ্রিষ্টানদের চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা জড়ো হতে থাকেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মূল আলোচনা শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়।

গতবছর করোনার বিধিনিষেধ থাকায় বেশি লোকসমাগম হয়নি। তবে এ বছর বাংলাদেশ, ভারত, ফিলিপাইনসহ অন্যান্য দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ব্যাপক জন সমাগম দেখা যায়। 

উৎসব ঘিরে আশপাশের শপিং মল, রেস্তোরাঁ, কসমেটিক্স এবং জুয়েলারি শপগুলোতে ছিল প্রচুর লোক সমাগম ও বেচাকনা ছিল জমজমাট। এছাড়া উৎসব কেন্দ্র করে বিভিন্ন শপিং মল, অফিস,ও বাসাবাড়িতে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। 

কেএ