মালদ্বীপে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকারকে সংবর্ধনা
ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মালদ্বীপে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা/ ঢাকা পোস্ট
অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকারকে সংবর্ধনা দিয়েছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকরা।
স্থানীয় সময় বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টায় মালদ্বীপের পর্যটন নগরী মালে সিটির অভিজাত রেস্টুরেন্ট গৌরমেট-এ এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মহিউদ্দিন সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী সাংবাদিক ইউনিটের নেতৃবৃন্দ এবং ফোর এল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. হাদিউল ইসলাম।
সুন্দর এই আয়োজনের জন্য প্রবাসী সাংবাদিকদের বিশেষ ধন্যবাদ জানান ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশিরা নিজ মাতৃভূমি ও স্বজনদের সবসময় স্মরণে রাখেন। প্রবাসী ভাইদের রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল হয়। প্রবাসীরা আমাদের অহংকার ও গৌরবের অন্যতম অংশীদার। বাংলাদেশি কমিউনিটির সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
মালদ্বীপ প্রবাসী সাংবাদিকদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মহিউদ্দিন সরকার।
আলোচনা ও ফটোশেসন শেষে নৈশভোজের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে সাংবাদিক ইউনিটের সভাপতি এবং ঢাকা পোস্টের মালদ্বীপ প্রতিনিধি মো. এমরান হোসেন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান কালাম, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক অনিক, যুগ্ম-সম্পাদক শাহ জালাল শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. কাদের আবদুল্লাহ ও সাংবাদিক রবিউল আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৫ দিনের ব্যক্তিগত সফরে গত ২৫ ডিসেম্বর মালদ্বীপ ভ্রমণে যান ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকার।
কেএ/জেএস