মারা গেছেন জুলু সম্প্রদায়ের রাজা গুডউইল জোয়েলিথিনি

দক্ষিণ আফ্রিকার জুলু সম্প্রদায়ের রাজা গুডউইল জোয়েলিথিনি (৭২) বছর বয়সে মারা গেছেন। ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (১২ মার্চ) সকালে রাজপরিবার থেকে এক বিবৃতিতে রাজা মারা যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাজার সুস্থতা কামনা করে প্রার্থনার জন্য রাজপরিবারের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে লেখা হয়েছে, রাজপরিবারের তরফ থেকে আমরা এই সবচেয়ে কঠিন সময়ে আপনার অব্যাহত প্রার্থনা ও সহায়তার জন্য জাতিকে ধন্যবাদ জানাই।

রাজা গুডউইল জোয়েলিথিনি জুলু কিংডমের দীর্ঘকালীন রাজা হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করেন। তিনি দক্ষিণ আফ্রিকার  কোওয়াজুলু-নাটাল নঙ্গোমাতে ১৯৪৮ সালের ১৪ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি রাজা সাইপ্রিয়ান ভেকুজুলু ও তার দ্বিতীয় স্ত্রী রানী থমোর জ্যেষ্ঠ পুত্র।

১৯৬৮ সালে তার বাবার মৃত্যুর পরে রাজা গুডউইল জোয়েলিথিনিকে সিংহাসনে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন তিনি তখন মাত্র ২০ বছর বয়সী ছাত্র ছিলেন। তবে ১৯৭১ সালের আগ পর্যন্ত তার নিরাপত্তা জনিত কারণে তাকে জনসম্মুখে দেখা যায়নি।

ওএফ