সংযুক্ত আরব আমিরাতের আজমানে করোনায় আক্রান্ত রোগীদের জন্য আরও একটি অস্থায়ী হাসপাতাল চালু করা হয়েছে। রোববার (১৪ মার্চ) আজমানের ক্রাউন প্রিন্স হাসপাতালটি উদ্বোধন করেন।

২ হাজার ৫৮ শয্যার হাসপাতালে ২৯২ জন জরুরি রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। হাসপাতালে আধুনিক সব সরঞ্জামসহ রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

এর বাইরে চলতি মাসে আমিরাতে নতুন করে ৭টি করোনা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৮ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ৮ হাজার ২৯৫ জনে।

সোমবার (১৫ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪০২ জনের। সুস্থ হয়েছেন  ৪ লাখ ৮ হাজার ৮৫ জন।

জেডএস