কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সম্পন্ন
কুয়েতের জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) কুয়েতের জাতীয় দিবস ও রোববার (২৬ ফেব্রুয়ারি) স্বাধীনতা দিবস উদযাপিত হবে।
বিজ্ঞাপন
দেশটির বিভিন্ন স্থানে লেজার লাইটিং ডিসপ্লে ও বিভিন্ন ঐতিহ্য ধারণ করে এমন চিত্রাঙ্কনে সজ্জিত করা হয়েছে রাস্তাঘাট, ভবন ও দর্শনীয় স্থানগুলো। এছাড়া এই দুই দিবসকে কেন্দ্র করে নানা আয়োজন করা হবে।
বিজ্ঞাপন
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিক ও বাসিন্দাদের ট্রাফিক নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সরকারি ছুটি থাকায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা ও বিভিন্ন দেশের প্রবাসীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দিবস দুটি পালন করবে।
কেএ