মালদ্বীপের রাজধানী মালে বিল্লাবং স্কুল অডিটোরিয়াম রুমে প্রবাসীদের সম্মানে আসফী প্রাইভেট লিমিটেডের সিইও মো. হাদিউল ইসলামের আয়োজনে শুক্রবার (৩১ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এম কে আর কামাল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ এবং আমন্ত্রণে আসা বাংলাদেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম বাংলাভিশন টিভির নির্বাহী সম্পাদক মো. বদরুল আলম, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, সময় টিভির সিনিয়র রিপোর্টার আবদুল্লাহ আন-নূর (কাজল), মানবজমিনের বার্তা সম্পাদক কাজল কুমার ঘোষ, নয়া দিগন্ত পত্রিকার স্পোর্টস রিপোর্টার মো. রফিকুল হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মাতবর, চক্ষু বিশেষজ্ঞ ড. মোক্তার আলী লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান, ঢাকা ট্রেডার্সের কর্ণধার মো. বাবুল হোসেন, সৈয়দ মোহাম্মদ জিয়া উদ্দিন, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মো. হান্নান খান কবির, মো. মুজিবুর রহমান, শাহ আলাম, জহিরুল ইসলাম, প্রবাসী শিক্ষক শফিকুর রহমান, প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. দুলাল মাদবর, মো. খলিলুর রহমান, চিকিৎসক ডা. মোক্তার আলী লস্কর, ঢাকা ট্রেডার্সের সিই মো. বাবুল হোসেন প্রমুখ।

এসময় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের নিয়ে এমন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। তিনি ইফতার মাহফিলে উপস্থিতি প্রবাসীদের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় প্রবাসী ছাড়াও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা, মালদ্বীপস্থ এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীরা, প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা, পেশাজীবীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।

/এসএসএইচ/