রোজা মুসলিম মিল্লাতকে পাপাচার, অবিচার ও মিথ্যাচার থেকে বিরত রাখার যে প্রশিক্ষণ দেয়, তা পরবর্তী জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়িত হওয়াই এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। রমজানের শিক্ষাকে সারা বছর কাজে লাগাতে হবে। 

রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত, সামলিয়া অঞ্চলের উদ্যোগে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

সালমিয়া হেচ্ছা সাল্লুম মসজিদে বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়েরের সভাপতিত্বে ও ইলিয়াছ মাঝির সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিসির প্রধান খালেদ আবদুল্লাহ আল সাবাহ্, প্রধান বক্তা ছিলেন কুয়েত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি খতিব মাওলানা হাফেজ নূরুল আলম, বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আব্দুল জব্বার ও খতিব মাওলানা হাবিবুর রহমান। 

এছাড়াও সামলিয়া অঞ্চলের ধর্মপ্রাণ কুয়েত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এমএ