প্রবাসীদের সম্মানে মালদ্বীপস্হ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দূতাবাসের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উক্ত ইফতার মাহফিলে দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

তিনি বলেন, দেশের স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে।

ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম, এনবিএল মানি ট্রান্সফার প্রা. লি. এর সিইও মাসুদুর রহমান, ঢাকা ট্রেডার্স প্রা. লি. এর সিইও মো. বাবুল হোসেন, মা ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের সিইও বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, এল টুর প্রাইভেট লিমিটেডের সিইও কাশেদুল ইসলাম, প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন, প্রবাসী ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, আব্দুল ছালিম  কদ্দুস প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী প্রবাসীরাসহ বাংলাদেশ সোসাইটি এবং রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের গণ্যমান্য ব্যক্তিরাসহ সাধারণ প্রবাসীদের উপস্থিতি দেখা গেছে।

সারা বিশ্বের সব মুসলমানের এবং বাংলাদেশের সব নাগরিকের জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন মাওলানা মো. তাজুল ইসলাম।

এফকে