আজ থেকে পর্তুগাল সরকার নিত্যপ্রয়োজনীয় প্রায় ৪৬টি খাদ্যপণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার কার্যকর করেছে। প্রধানমন্ত্রী আন্তনীয় কস্তা আজ দেশটির সবচেয়ে বড় দুইটি সুপারমার্কেট চেইন পিঙ্গো দোস এবং বাংলাদেশী পণ্যের আমদানিকারক কন্টিনেন্টে (সোনাই) গিয়ে ভ্যাটবিহীন নির্দিষ্ট পণ্যের মূল্য কার্যকর করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন করেন।

পর্তুগিজ সরকার গত মার্চ মাসে বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেশের নাগরিকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ৪৬টি খাদ্যপণ্যে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেয়। আগামী অক্টোবর পর্যন্ত এ শূন্য ভ্যাট কার্যক্রম অব্যাহত থাকবে।

সরেজমিনে সুপার মার্কেটগুলোতে পরিদর্শন করে দেখা যায়, ভ্যাটবিহীন দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় এক ঝুড়ি খাদ্যপণ্যে পূর্বের মূল্য থেকে প্রায় ১৩ ইউরোর মতো টাকা সাশ্রয় হচ্ছে। তবে কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ঘোষণাকালীন সময়ে যে মূল্য ছিল বর্তমানে ভ্যাট বাদ দিয়ে সেই একই মূল্যে রয়ে গেছে।

সরকার আশা প্রকাশ করেছে এ উদ্যোগটি পরিবারের আয়ের ওপর খাদ্যের প্রভাব মোকাবেলা করার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করবে। একইসাথে এটি ২০২৩ সালে ০.২% মুদ্রাস্ফীতির হ্রাস করতে সহায়তা করবে।

সুপার মার্কেটগুলোতে ক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, তারা এখনো বিষয়টির পার্থক্য বুঝতে পারছেন না। কেননা পূর্বমূল্য ভ্যাটবিহীন মূল্য একইসাথে সুপারমার্কেটগুলোতে খাদ্যপণ্যগুলোতে কিছুটা ডিসকাউন্ট রয়েছে। ফলে এর সুফল কতটা পাচ্ছেন তার হিসেব কসার জন্য তাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। 

এফকে