দক্ষিণ আফ্রিকায় নিজ বাসভবন থেকে এ কে এম রশিদুল ইসলাম টিটু (৫৩) নামে এক বাংলাদেশির গলিত মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে দেশটির কোওয়াজুলু নাটাল প্রদেশের পিটার্সমেরিজবাগের নিজ বাড়ি থেকে প্রবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

মৃত এ কে এম রশিদুল ইসলাম টিটুর (৫৩) বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়।

পিটার্সমেরিজবাগ থেকে প্রবাসী সাইমল হক জানান, হঠাৎ টিটুর বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজন বাংলাদেশিসহ পুলিশের সহযোগিতায় তার বাসভবনের তালা ভেঙে ঘরে ঢুকে মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরেই বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে ওই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাড়িটিতে তিনি একাই বসবাস করে আসছিলেন। এছাড়া দীর্ঘ সময় ধরে তিনি দক্ষিণ আফ্রিকা ও বোতসোয়ানায় ব্যবসা করে আসছিলেন।

এমজে