বৃহত্তর সিলেট সমিতি জার্মানির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর সিলেট থেকে আসা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল হক চৌধুরী কামরান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খালেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রবীণ ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা বেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আব্দুল ওয়াদুদ, এম এ মালেক, আজাদ মিয়া, জয়নুল হক চৌধুরী ও আবদুল আহাদ দিপনসহ আরও অনেকে।  

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিপুল সংখ্যক শিশু-কিশোরদের অংশগ্রহণ। মাঈশা, নাজিবা ও আলিশার পরিচালনায় জার্মানিতে জন্ম নেওয়া শিশু-কিশোরদের বিভিন্ন খেলাধুলা উপস্থিত সবাইকে বিমোহিত করে। 

এছাড়া শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত ও আবৃতিসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করে ছোট শিশু আমিরা আহমেদ। জারা আহমেদের কবিতা আবৃতি মুগ্ধ করে সবাইকে।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় রেজাউল হক চৌধুরী কামরানকে পুনরায় সভাপতি, নজরুল ইসলাম খালেদকে পুনরায় সাধারণ সম্পাদক, জয়নুল হক চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি ও ফয়সাল আহমেদকে অর্থ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার ও সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষ্যে এ সংগঠন কাজ করছে বলে জানিয়েছেন এর নেতারা।

কেএ